হোম > সারা দেশ > কুমিল্লা

জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর এক যুবক (৩২) প্রায় এক ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা গিয়ে ওই যুবককে নিচে নামিয়ে আনেন। 

আজ রোববার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মাজেদুল ইসলাম। 

মাজেদুল ইসলাম বলেন, ‘রোববার বেলা পৌনে ১১টায় চরপাড়া এলাকায় স্থানীয়রা জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে। আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে গ্রিডের নিচে দাঁড়িয়ে ওই যুবকের সঙ্গে কথার বলার চেষ্টা করি। যুবকটির কথা এলোমেলো হওয়ায় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে পরে আজান দিলে তিনি ধীরে নিচে মেনে আসেন।’ 

মাজেদুল ইসলাম আরও বলেন, তাঁর ও নাম-ঠিকানা জানতে চাইলে তিনি নিজেকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার নাসির বলে পরিচয় দেন। কথা বলে বোঝা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। 

স্থানীয় যুবক মো. হুমায়ুন কবির রনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে জাতীয় গ্রিডের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে আমরা চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে তারা এসে দীর্ঘক্ষণ চেষ্টার পরে আজানের মাধ্যমে তাঁকে নামাতে সক্ষম হন।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ