হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুপুর জানাজায় ভাতিজার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ফুপুর জানাজার নামাজের মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাওলানা নুরুল আনোয়ার হেলালি (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে আনোয়ার হেলালির ফুপু আনোয়ারা বেগমের (৮০) জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আনোয়ার হেলালি একই এলাকার ওষখাইন শাহ্ আলী রজা রহ. আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মৃত ইমাম শরীফের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

নুরুল আনোয়ার হেলালির ফুপাতো ভাই হাসান জিয়াউল ইসলাম বলেন, ‘আমার ফুপু আনোয়ারা বেগম গত শুক্রবার রাতে মারা যান। আজ শনিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে ফুপাতো ভাই নুরুল আনোয়ার হেলালি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একসঙ্গে পরিবারের দুজনের মৃত্যু হলো। আগামীকাল রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’

স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, ‘একই পরিবারে জানাজার মধ্যেই আরেক সদস্যের মৃত্যু হলো। এটি খুবই হৃদয়বিদারক ঘটনা।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী