হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুপুর জানাজায় ভাতিজার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ফুপুর জানাজার নামাজের মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাওলানা নুরুল আনোয়ার হেলালি (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে আনোয়ার হেলালির ফুপু আনোয়ারা বেগমের (৮০) জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আনোয়ার হেলালি একই এলাকার ওষখাইন শাহ্ আলী রজা রহ. আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মৃত ইমাম শরীফের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

নুরুল আনোয়ার হেলালির ফুপাতো ভাই হাসান জিয়াউল ইসলাম বলেন, ‘আমার ফুপু আনোয়ারা বেগম গত শুক্রবার রাতে মারা যান। আজ শনিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে ফুপাতো ভাই নুরুল আনোয়ার হেলালি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একসঙ্গে পরিবারের দুজনের মৃত্যু হলো। আগামীকাল রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’

স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, ‘একই পরিবারে জানাজার মধ্যেই আরেক সদস্যের মৃত্যু হলো। এটি খুবই হৃদয়বিদারক ঘটনা।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল