হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

রিনা আক্তার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশটি মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।

রিনা আক্তার একই এলাকার প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের আবদুল মোনাফের মেয়ে। তাঁর দুই সন্তান রয়েছে।

রিনা আক্তারের বাবা আবদুল মোনাফের অভিযোগ, রিনাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আবদুল মোনাফ জানান, প্রবাসী জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ে রিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। রিনার এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকে রিনার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়াবিবাদ লেগে থাকত বলে তিনি অভিযোগ করেন। আবদুল মোনাফ দাবি করেন, দেবর, ননদ ও শাশুড়ি বিভিন্ন সময় তাঁর মেয়েকে মানসিক নির্যাতন করতেন। চার বছর আগে দেবরের হাতে রিনা মার খেয়েছিলেন। পরে বিষয়টি পারিবারিকভাবে মিটমাট করা হয়। আবদুল মোনাফের দাবি, ঘটনার দুই দিন আগে রিনার দুই ননদ তাঁকে মারধর করেছেন। তিনি বলেন, ‘তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছেন।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শ্বশুরকে আটক করা হয়েছে।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান