হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

রিনা আক্তার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশটি মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।

রিনা আক্তার একই এলাকার প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের আবদুল মোনাফের মেয়ে। তাঁর দুই সন্তান রয়েছে।

রিনা আক্তারের বাবা আবদুল মোনাফের অভিযোগ, রিনাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আবদুল মোনাফ জানান, প্রবাসী জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ে রিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। রিনার এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকে রিনার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়াবিবাদ লেগে থাকত বলে তিনি অভিযোগ করেন। আবদুল মোনাফ দাবি করেন, দেবর, ননদ ও শাশুড়ি বিভিন্ন সময় তাঁর মেয়েকে মানসিক নির্যাতন করতেন। চার বছর আগে দেবরের হাতে রিনা মার খেয়েছিলেন। পরে বিষয়টি পারিবারিকভাবে মিটমাট করা হয়। আবদুল মোনাফের দাবি, ঘটনার দুই দিন আগে রিনার দুই ননদ তাঁকে মারধর করেছেন। তিনি বলেন, ‘তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছেন।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শ্বশুরকে আটক করা হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক