হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক মো. রাজিবকে (২৬) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বায়েজিদ থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী। তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

আটক বাস চালক নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাটহাজারী থেকে নিউমার্কেটগামী ৮ নম্বর রুটের একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বাসসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত