হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক মো. রাজিবকে (২৬) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বায়েজিদ থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী। তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

আটক বাস চালক নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাটহাজারী থেকে নিউমার্কেটগামী ৮ নম্বর রুটের একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বাসসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই