হোম > সারা দেশ > চট্টগ্রাম

কলেজছাত্রীকে শ্বাসরোধে মেরে নানা-নানিকে গলা কেটে হত্যাচেষ্টা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

নিহত আরজু আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর তাঁর নানা-নানিকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম আরজু আক্তার (২০)। গুরুতর আহত অবস্থায় তাঁর নানা আবদুল হাকিম (৭৫) ও নানি ফরিদা বেগমকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। ফরিদার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ফরিদার বড় মেয়ে রওশন আরা বেগমের সন্তান নিহত আরজু। তাঁর বাড়ি কাঞ্চননাবাদ সওদাগরপাড়া এলাকায়। ফরিদার বোনের ছেলে নাজিম উদ্দিন (২৮) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরজু নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। একই বাড়িতে বেড়াতে আসেন নাজিম। গত মঙ্গলবার রাতে আরজু শৌচাগারে গেলে তাঁর ওপর হামলা চালান নাজিম। তিনি আরজুকে ধর্ষণের চেষ্টা এবং একপর্যায়ে মুখে কাপড় গুঁজে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করছেন স্বজনেরা।

আরজুর নানা আবদুল হাকিম ও নানি ফরিদা বেগম। ছবি: সংগৃহীত

ঘটনার সময় আরজুর চিৎকার শুনে নানা-নানি হাকিম ও ফরিদার ঘুম ভাঙলে তাঁদের গলা কেটে হত্যাচেষ্টা চালান নাজিম। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান অভিযুক্ত যুবক। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, নাজিম উদ্দিন তাঁর খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। পরে তাঁর নানা-নানিকেও হত্যার চেষ্টা করেন। নিহত আরজুর লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাজিমকে ধরতে অভিযান চলছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক