হোম > সারা দেশ > বান্দরবান

পাঁচ দিনেও খোঁজ মেলেনি কৃষ্ণাতি ত্রিপুরার

বান্দরবান প্রতিনিধি

ভারী বর্ষণে ঝিরির পাশে পাহাড়ধসে গত বুধবার দুই সন্তানসহ নিখোঁজ হন কৃষ্ণাতি ত্রিপুরা। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগাই ত্রিপুরাপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার দুই সন্তানের মরদেহ পাশের একটি ঝিরি থেকে উদ্ধার করা হয়। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি কৃষ্ণাতি ত্রিপুরার। 

আজ রোববার ওই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জগদিশ ত্রিপুরা তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ দিন ধরে কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধানে স্বজনেরা নিখোঁজ হওয়ার স্থান ও আশপাশে ঝিরি-খালে খোঁজ করে যাচ্ছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, দুই সন্তান উদ্ধার হলেও মা কৃষ্ণাতি ত্রিপুরা পানির স্রোতে ভেসে দূরে কোথাও চলে যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। 

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে মা, মেয়ে ও ছেলে ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিল। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে তারা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের খোঁজে নামে। 

উল্লেখ্য, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরাপাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী। মৃত অবস্থায় উদ্ধার দুই শিশু হলো মেয়ে জাবেরুং (বিনিতা) ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ