হোম > সারা দেশ > বান্দরবান

পাঁচ দিনেও খোঁজ মেলেনি কৃষ্ণাতি ত্রিপুরার

বান্দরবান প্রতিনিধি

ভারী বর্ষণে ঝিরির পাশে পাহাড়ধসে গত বুধবার দুই সন্তানসহ নিখোঁজ হন কৃষ্ণাতি ত্রিপুরা। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগাই ত্রিপুরাপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার দুই সন্তানের মরদেহ পাশের একটি ঝিরি থেকে উদ্ধার করা হয়। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি কৃষ্ণাতি ত্রিপুরার। 

আজ রোববার ওই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জগদিশ ত্রিপুরা তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ দিন ধরে কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধানে স্বজনেরা নিখোঁজ হওয়ার স্থান ও আশপাশে ঝিরি-খালে খোঁজ করে যাচ্ছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, দুই সন্তান উদ্ধার হলেও মা কৃষ্ণাতি ত্রিপুরা পানির স্রোতে ভেসে দূরে কোথাও চলে যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। 

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে মা, মেয়ে ও ছেলে ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিল। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে তারা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের খোঁজে নামে। 

উল্লেখ্য, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরাপাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী। মৃত অবস্থায় উদ্ধার দুই শিশু হলো মেয়ে জাবেরুং (বিনিতা) ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার