হোম > সারা দেশ > বান্দরবান

সন্তানের পিতৃত্বের স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে ঘুরছেন নাবালিকা মা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে একমাত্র সন্তানের পিতৃত্বের স্বীকৃতি পেতে কন্যাসন্তান নিয়ে আদালতসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এক নাবালিকা মা। তবু মিলছে না ন্যায়বিচার এবং বাবার কাছে প্রাপ্য সন্তানের হক।

স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির কাইচতলী এলাকার বাসিন্দা মো. ইউছুফের মেয়ে মিতু আক্তার। ২০২১ সালের ৩০ মে মিতু আক্তার ছিল ১৩ বছরের কিশোরী। ওই সময় একই এলাকার বাসিন্দা মো. বদিউল আলমের ছেলে মো. রফিকুল আলম ইমনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে গড়ায়। মিতু আক্তারের শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। তখন মিতু অপ্রাপ্তবয়স্ক ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁদের বিয়ে করানো হবে মর্মে সালিসে ফয়সালা হয়।

পরবর্তীকালে উভয়ের পরিবারের সম্মতিতে মিতু ইমনদের বাড়িতে বসবাস করে আসছিলেন এবং সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির বর্তমান বয়স আড়াই বছর। মিতু আক্তারের কাছে বিয়ের কাবিননামা না থাকায় স্বামী মো. রফিকুল আলম কন্যাশিশু ও মিতু আক্তারকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

এরপর মেয়ে মিতু আক্তারের স্বামী ও কন্যাশিশুটির পিতৃত্বের পরিচয় আদায়ের লক্ষ্যে মিতুর মা দিলারা বেগম বাদী হয়ে চলতি মাসের ৪ তারিখ বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল আলম ইমনসহ তাঁর পরিবারের চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

আগের সালিস বৈঠকের বিচারক ও সদর উপজেলার কাইচতলী এলাকার সামাজিক সর্দার মনছুফ আলী জানান, ২০২১ সালে মিতু আক্তার ও ইমনের শারীরিক সম্পর্কের কারণে মিতু গর্ভবতী হওয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর উভয়ের বিয়ে করানো হবে মর্মে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছিল। এরই মধ্যে উভয়ের পরিবারের সম্মতিতে মিতু আক্তার স্ত্রী হিসেবে ইমনের বাড়িতে বসবাস করে আসছিলেন। পরবর্তী সময় ইমন ও তাঁর পরিবার সব সম্পর্ক অস্বীকার করে।

এ বিষয়ে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী শাহনেওয়াজ চৌধুরী বলেন, মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের ডিএনএ সংগ্রহের আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪