হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতির অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জিএমসহ ২ কর্মকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক

ঢাকা: চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে আবাসিক সংযোগ দেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ১১টায় চট্টগ্রাম নগরীর ষোলোশহর এলাকার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমান। মুজিবুর কোম্পানির ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক।

দুদকের করা মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে আসামি করা হয়।

দুদক চট্টগ্রাম আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে মুজিবুর রহমানের চান্দগাওয়ের বাড়িতে গ্যাস সংযোগ দেন। নগরীর হালিশহর থানার এম এম সালাম নামের এক ব্যক্তির বরাদ্দ হওয়া গ্যাস সংযোগের কাগজপত্রে জালিয়াতির মাধ্যমে ওই সংযোগ দেওয়া হয়। সালামের নামে ১২টি দ্বৈত গ্যাস চুলার অনুমোদন ছিল।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আবাসিক গ্যাস–সংযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১