হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতির অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জিএমসহ ২ কর্মকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক

ঢাকা: চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে আবাসিক সংযোগ দেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ১১টায় চট্টগ্রাম নগরীর ষোলোশহর এলাকার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমান। মুজিবুর কোম্পানির ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক।

দুদকের করা মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে আসামি করা হয়।

দুদক চট্টগ্রাম আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে মুজিবুর রহমানের চান্দগাওয়ের বাড়িতে গ্যাস সংযোগ দেন। নগরীর হালিশহর থানার এম এম সালাম নামের এক ব্যক্তির বরাদ্দ হওয়া গ্যাস সংযোগের কাগজপত্রে জালিয়াতির মাধ্যমে ওই সংযোগ দেওয়া হয়। সালামের নামে ১২টি দ্বৈত গ্যাস চুলার অনুমোদন ছিল।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আবাসিক গ্যাস–সংযোগ বন্ধ রয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল