নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করায় ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬৪৩ জন।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় এইচএসসি পরীক্ষায় এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রামে ৯৯ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত থাকে ১ হাজার ৬৪৩ জন এবং চট্টগ্রাম বোর্ডে বহিষ্কার হয় ১০ জন।