হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেক চান্দের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

রাঙামাটি প্রতিনিধি 

সাজেকে উল্টে যাওয়া চান্দের গাড়ি। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি উল্টে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।  

আজ সোমবার সকালে মাচালং বাজার থেকে দুই কিলোমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সবাই পর্যটক বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ নাটোরের বাসিন্দা। তবে তৎক্ষণাৎ তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পর্যটকবাহী চান্দের গাড়ি বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ছয়-সাতজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাঁদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ জানুয়ারি সাজেকে চান্দের গাড়ি উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হন। সাজেকের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই চান্দের গাড়িতে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী ছিল।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল