হোম > সারা দেশ > কুমিল্লা

সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, শিশুসহ আহত ৩ 

প্রতিনিধি, আদর্শ সদর (কুমিল্লা) 

কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন নারীর একজন কুমিল্লা নগরীর শিক্ষক শাহিনুর ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার মমতা। অপরজন সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের তাসলিমা আক্তার (২৫)। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন লাইজু আক্তার (৩৫), শাহিনুর ইসলামের ছেলে আরিয়ান ও বাচ্চুমিয়া (৪০)। তাঁদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত সাবরিনা আক্তার মমতার স্বামী শাহিনুর ইসলাম বলেন, দুই বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে আসার পথে আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার এক বাচ্চার গুরুতর আশঙ্কা অবস্থায় আছে। বড় ছেলে আবাবির শঙ্কামুক্ত। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ শিপলু বলেন, মৃত অবস্থায় হাসপাতালে দুজন নারীকে আনা হয়। আহতাবস্থায় তিনজনের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের এখানে চিকিৎসা চলছে। 

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালক পালিয়েছে। এ ছাড়া মরদেহগুলো কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ