হোম > সারা দেশ > চট্টগ্রাম

বকেয়া বেতনের দাবিতে বেইস টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনায় পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেইস টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরীর খুলশী থানাধীন বিজিএমইএ ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বিজিএমইএ নেতারা বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি স্থগিত করে চলে যান। 

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, বেইস টেক্সটাইল কারখানায় দুটি ইউনিট আছে। এর মধ্যে একটি ইউনিটে টেক্সটাইল, অপরটিতে পোশাক উৎপাদন করা হয়। টেক্সটাইল ইউনিট খোলা রাখলেও কর্তৃপক্ষ গত ১৩ আগস্ট গার্মেন্টস ইউনিট বন্ধ করে দেয়। এরপর তাঁরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলেও মালিকপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আজ বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। 

ঘটনাস্থলে যাওয়া শিল্প পুলিশের এএসপি জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, গার্মেন্টস কারখানাটিতে ৪০০ মতো শ্রমিক কাজ করত। তাঁদের মধ্যে অনেকের বেতন তাঁরা পরিশোধ করেছে। কিছু শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। আগামী ২৫ আগস্ট শ্রমিকদের বকেয়া বেতন দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।’ 

জসিম উদ্দিন আরও বলেন, বিজিএমইএ’র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি মালিকপক্ষের কাছ বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি স্থগিত করে চলে যান। 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি