হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জনকে চাকরিচ্যুত

কুবি প্রতিনিধি 

জাহিদুল আলম ও রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত

চাকরিতে অনুপস্থিত থাকার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষক ও কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় তাঁদের চাকরিচ্যুতির এই সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল ইসলাম মাজেদ দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একইভাবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলমও দীর্ঘদিন ধরে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না এবং বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। নিয়মিত অনুপস্থিত ও চাকরির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিন্ডিকেট সভায় তাঁদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সভার সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ইংরেজি বিভাগের যে শিক্ষক আছেন, তিনি ছয় বছর ধরে শিক্ষাছুটিতে আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছিল।

ফ্যাক্ট ফাইন্ডিং জানতে পেরেছে, তিনি বিদেশে চাকরিরত রয়েছেন। তাই তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তা অনেক দিন ধরে অনুপস্থিত। সব প্রক্রিয়া অনুসরণ করে দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ