হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জনকে চাকরিচ্যুত

কুবি প্রতিনিধি 

জাহিদুল আলম ও রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত

চাকরিতে অনুপস্থিত থাকার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষক ও কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় তাঁদের চাকরিচ্যুতির এই সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল ইসলাম মাজেদ দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একইভাবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলমও দীর্ঘদিন ধরে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না এবং বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। নিয়মিত অনুপস্থিত ও চাকরির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিন্ডিকেট সভায় তাঁদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সভার সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ইংরেজি বিভাগের যে শিক্ষক আছেন, তিনি ছয় বছর ধরে শিক্ষাছুটিতে আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছিল।

ফ্যাক্ট ফাইন্ডিং জানতে পেরেছে, তিনি বিদেশে চাকরিরত রয়েছেন। তাই তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তা অনেক দিন ধরে অনুপস্থিত। সব প্রক্রিয়া অনুসরণ করে দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট