চট্টগ্রামের বাঁশখালীর বাহারছাড়া ইউনিয়নের স্ত্রী মিনু আক্তার হত্যা মামলার আসামি ফরিদুল আলমকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। মারধরে তিনি অসুস্থ হয়ে পড়লে বাঁশখালী থানার পুলিশ চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে স্থানীয় বাহারছাড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকা থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিনু আক্তার হত্যা মামলার ঘটনায় আসামি ফরিদুল আলমকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে অসুস্থ, সুস্থ হলে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ১১ এপ্রিল মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে গভীর রাতে মিনু আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছিল ফরিদুল আলমের বিরুদ্ধে। ঘটনার পরে মিনু আক্তারের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন।