সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও দুটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের দাবি, এখন পর্যন্ত ৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই দেহাবশেষের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী হতে পারেন বলে ধারণা করছেন তাঁরা। একটি দেহাবশেষের পাশে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পাওয়া যায়। আরেকজনের দেহাবশেষের পাশে একটি নেমপ্লেট পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, অন্যটি ডিপোর নিরাপত্তাকর্মীর হতে পারে।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
এই সম্পর্কিত সর্বশেষ: