সাংগঠনিক বিভাগ কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হবে। সমাবেশ সামনে রেখে আগে থেকেই কুমিল্লায় আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
আজ শুক্রবার শহরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীকে মিছিল করতে দেখা যায়। সমাবেশস্থল টাউন হল মাঠেই জুমার নামাজ আদায় করেন নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নেতারাও সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে নামাজ আদায় করেন।
সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পর থেকেই নেতা-কর্মীরা একের পর এক মিছিল নিয়ে টাউন হল মাঠে আসছেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব মিছিলের বহরে পুরো কুমিল্লা মিছিলের শহরে পরিণত হয়েছে। এ সময় দূরদূরান্ত থেকে পিকআপ ভ্যানে করেও নেতা-কর্মীদের আসতে দেখা যায়। মিছিলের পরে মিছিল এখন কুমিল্লা শহরের বিভিন্ন সড়কে। দলের নেতা-কর্মীদের মুক্তি ও সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হচ্ছে এসব মিছিল থেকে।
বুলু বলেন, ‘বিএনপির নয়, এই সমাবেশ জনগণের। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশ সফল হবে। বাধা দিয়ে কোনো কাজ হবে না।’