হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সিএনজি চালকের মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কর্তলা এলাকায় রাস্তার পাশ থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছেন পটিয়া থানা-পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বুধপুরা বাজার সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নূর আলম পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ইদির মোল্লার বাড়ির মো. আলীর ছেলে।

পটিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, কর্তলা এলাকায় সকাল নয়টার দিকে রাস্তা পাশে পড়ে ছিল নূর আলম (৩৪) নামে এক যুবকের মরদেহ। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম আগে ভাড়ায় সিএনজি চালাত। কয়েক মাস আগে কিস্তিতে সিএনজি কিনে নিজেই সিএনজি চালাতেন। রাতের যে কোনো সময় ছিনতাইকারীরা তাকে মেরে সিএনজি নিয়ে পালিয়ে যায়।

পটিয়া থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দে জানান, মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় নূর আলম নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় ও শরীরে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবার খেকে থানায় কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা