হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে গত শুক্রবার থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। জনগণের নিরাপত্তার জন্য পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে। 

আজ সোমবার সকাল থেকে কাপ্তাই উপজেলার নতুনবাজার, লগগেইট, ঢাকাইয়া কলোনি, জেটিঘাট ও শিলছড়ি এলাকায় মাইকিং করা হয়। এ সময় তথ্য অফিসের কর্মীরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থান এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচার চালান। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘চার দিন ধরে থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো বেশ ঝুঁকিতে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় এই পরিবারগুলোকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ করছি। কাপ্তাই তথ্য অফিস, স্থানীয় জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও এই প্রচার কাজে অংশ নিচ্ছেন।’ 

কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন বলেন, উপজেলার ৫টি ইউনিয়নে ১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্রে আসবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাবারসহ সব ধরনের ব্যবস্থা করা হবে।

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক