হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. আবুল কাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ (মঙ্গলবার) মাইজদী টাউন হল মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার আবুল কাশেম (৫৭) বেগমগঞ্জ উপজেলার গনিপুরের মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার মো. আবুল কাশেম একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আজ (মঙ্গলবার) বিকেলে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে মাইজদী টাউন হল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মন্দিরে হামলা, ভাঙচুর, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় বেগমগঞ্জ থানায় আটটিসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আবুল কাশেম হত্যা, ইসকন মন্দিরে হামলা-ভাঙচুরসহ আট মামলার এজাহারভুক্ত আসামি।’ 

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জুমার নামাজের পর মুসল্লিদের একটি মিছিল থেকে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি মন্দির, বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর