হোম > সারা দেশ > কুমিল্লা

টিসিবির পণ্য বিক্রির সময় নৌকায় ভোট প্রার্থণা, ইউপি চেয়ারম্যানকে জরিমানা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মানিক টিসিবির পণ্য কিনতে আসা মানুষের কাছে কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোট প্রার্থণা করেন। টিসিবির পণ্য কিনতে আসা মানুষের কাছে ভোট প্রার্থণার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা মানুষের কাছে ভোট প্রার্থণা আচরণ বিধি লঙ্ঘনের শামিল।  

খবর পেয়ে আজ বৃহস্পতিবার ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে যান নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান। 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে আচরণবিধিমালা লঙ্ঘন করায় বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন চেয়ারম্যান এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা