হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ বছর পর সরানো হলো ৯৩ টন অতি দাহ্য রাসায়নিক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে ১২ বছর ধরে পড়ে থাকা ৯৩ টন অতি দাহ্য ‘সোডিয়াম গ্লাইসেরোলেট’ খালাস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি সাপেক্ষে নিলামের মাধ্যমে গত রোববার ৪টি কনটেইনারে থাকা এসব দাহ্য পদার্থ বন্দর থেকে সরিয়ে ফেলা হয়। নিলামে ৪১ লাখ টাকায় এই পণ্য কিনেছে মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি। সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় খালাস করা সম্ভব হয়নি।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বন্দর-কাস্টম যৌথ সভায় বিষয়টি নিষ্পত্তিতে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরে এনবিআর চেয়ারম্যান বিপজ্জনক পণ্যের চালানটির চ্যালেঞ্জগুলো দ্রুত নিষ্পত্তি করে কনটেইনারগুলো খালাসের ব্যবস্থা নিতে কাস্টমস সদস্য ও কমিশনারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিলামের মাধ্যমে ৪১ লাখ টাকা দর দেওয়া মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ২৭ অক্টোবর এসব পণ্য খালাস করে নিয়ে যায়।

গত বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম জানায়, চারটি কনটেইনারে থাকা ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মতো হতে পারে’ বলে ১ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে কনটেইনারগুলো নিলামে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।

কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ওই কনটেইনারগুলো খালাস করতে পারায় আমাদের সবার একটু স্বস্তি লাগছে।’

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার