হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসায় ফিরলেন চমেক শিক্ষার্থী আকিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিব ১৯ দিন পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় আকিব ভালো হয়ে গেছেন। তাঁকে বাড়ি নিয়ে গিয়ে পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে। তাঁর বাবা এসে আকিবকে নিয়ে গেছেন।’ 

হুমায়ন কবির জানান, দেড় মাস পর আরেকটা ছোট অপারেশন করা লাগবে আকিবের। 

চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর রাত ১২টায় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ওপর হামলা করে সহপাঠীরা। 
 
সিসিটিভির ফুটেজে দেখা যায়, আকিব দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তাঁকে ধরে ফেলে সহপাঠীরা। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁর গলায় রিকশার চেইন দিয়ে বাঁধা হয়। এরপর কাচের বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এ ছাড়া রামদা দিয়ে কোপানো হয় মাথায়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। 

পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার সময় তাঁর পুরো মাথা থেঁতলানো ছিল। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায়, মস্তিষ্কেও প্রচুর রক্তক্ষরণ হয়। মাথার ব্যান্ডেজে চিকিৎসকদের লিখে দিতে হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। 

আকিবের ওপর হামলার ঘটনায় চমেক শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে গত ৩০ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরা সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে রক্তিম দে (২১) ও এনামুল হোসেন সীমান্ত (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত