হোম > সারা দেশ > কক্সবাজার

কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া থানা। ছবি: সংগৃহীত

কেনা শাড়ি বদলিয়ে আরেকটি নিতে চাওয়ায় দোকানদার এক নারীকে মারধর ও শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নারী দীপু বড়ুয়া (৪৯) বাদী হয়ে কক্সবাজারের উখিয়া থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক রুমখাঁ ক্লাসপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেম ওরফে লুলু এবং তাঁর ছেলে আব্দুল হক। তাঁরা কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটের জাহানারা বস্ত্র বিতানের স্বত্বাধিকারী। উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই আব্দুল খালেক জানান, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না এলাকার অনন্ত বড়ুয়ার স্ত্রী দীপু বড়ুয়া ৮ জুলাই বিকেলে জাহানারা বস্ত্র বিতান থেকে দুটি শাড়িসহ আরও কিছু কাপড়চোপড় কেনেন। এর মধ্যে একটি শাড়ি অপছন্দ হওয়ায় পরদিন সন্ধ্যায় সেটি বদলে আরেকটি নিতে দোকানটিতে যান। এ নিয়ে দোকানদারের সঙ্গে দীপু বড়ুয়ার তর্কাতর্কির হয়। একপর্যায়ে দোকানের মালিক ও কর্মচারী মিলে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এদিকে ভুক্তভোগী নারী দীপু বড়ুয়া বলেন, ‘একটি শাড়ি বাড়িতে নেওয়ার পর অপছন্দ হওয়ায় পরদিন দোকানদারের কাছে আরেকটি পাল্টে দেওয়ার অনুরোধ করি। কিন্তু দোকানদার শাড়ি পাল্টে না দিয়ে উল্টো খেপে গিয়ে আমাকে অশ্রাব্য গালাগাল করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে দোকানদার আব্দুল হক ক্ষিপ্ত হয়ে আমাকে কিলঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আমার মেয়ে ও দেবরের স্ত্রী উদ্ধারে এগিয়ে এলে তাদেরও হেনস্তা করা হয়। একপর্যায়ে আব্দুল হক চুলের মুঠি ধরে আমাকে টানাহেঁচড়া করে একপ্রকার বিবস্ত্র অবস্থায় দোকান থেকে বের করে দেয়।’

এদিকে মামলা তুলে নিতে কয়েকজন প্রভাবশালী লোক নানাভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর দেবর অজিত বড়ুয়া। তিনি বলেন, ‘এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’ মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই আব্দুল খালেক জানান, মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে ভুক্তভোগী নারীকে মারধরের অভিযোগ অস্বীকার করে দোকানদার আব্দুল হক বলেন, ‘যে শাড়ি ফেরত দিতে এনেছিল, সেটির ভাঁজ ভাঙা ছিল। এ বিষয়টি ওই নারীকে নানাভাবে চেষ্টা করেও বোঝাতে পারিনি। আমি নই, ওই নারীই আমাকে আগে মারতে উঠে।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী