হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেফুদার বড় ভাইয়ের পানিতে ডুবে মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার (৯০) ওরফে সামুদা পানিতে ডুবে মারা গেছেন। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন।

নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদা মজুমদার পেশায় শিক্ষক ছিলেন। সর্বশেষ তিনি উপজেলার রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন। পাশেই তাঁর শ্বশুরবাড়ি। ওই বাড়িতে এবং নিজ বাড়ির স্বজনদের ঘরে খাওয়াদাওয়া করতেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সম্ভবত তিনি অজু করতে বাড়ির পুকুরের ঘাটে যান। এ সময় তিনি পানিতে পড়ে যান। আজ সকাল ১০টায় বাড়ির নারীরা তাঁর মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে চিৎকার দেন। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

স্থানীয় শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মজুমদার বলেন, ‘মঙ্গলবার দিনের বেলায় আমাদের বিদ্যালয়ের সামনে দিয়ে তাঁকে হেঁটে যেতে দেখেছি। আর আজ নেই।’

স্থানীয়রা জানান, শামসুল হুদা মজুমদারেরা সাত ভাই, তিন বোন। তাঁদের এক ভাই অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তাঁর বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা ও এক পুত্রসন্তানের জনক।

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের