হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে: নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে রাজনীতি থেকে চিরতরে বিদায় করাই সবার প্রত্যাশা।’

আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন ।

নৌকা প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়েন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া ) আসন থেকে নির্বাচন করছেন। 

আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী। 

তাঁদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটুল দাশগুপ্ত পেয়েছেন কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালি আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি  ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন মোমবাতি। 

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে আমরা শুধু নির্বাচন করব না, অপশক্তিকে প্রতিহত করার কাজটাও করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতিতে এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিষয়ে। আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে আর রাজনীতিতে রাখবে না।’ 

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় বেলা ১টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। 

প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে শাহ আমানত (র.) মাজার ও বদর শাহ (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে জেল রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা