হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে গুলিতে প্রাণ গেল মারমা যুবকের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

শিবুউ মারমা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শিবুউ মারমা (৩৮)। তিনি সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান শিবুউ মারমা। স্ত্রীকে বাপের বাড়ি রেখে আজ নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দারকুল এলাকায় এলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের বুকের কাছে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি ওসি।

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক