হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে গুলিতে প্রাণ গেল মারমা যুবকের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

শিবুউ মারমা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শিবুউ মারমা (৩৮)। তিনি সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান শিবুউ মারমা। স্ত্রীকে বাপের বাড়ি রেখে আজ নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দারকুল এলাকায় এলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের বুকের কাছে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি ওসি।

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত