হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাইলেজ জটিলতা নিরসনসহ ৪ দফা দাবিতে লাকসাম স্টেশনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাইলেজ জটিলতা নিরসনসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ লাকসাম শাখা। আজ মঙ্গলবার সকালে লাকসাম রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ১৩ জুনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরদিন থেকে নিয়ম অনুযায়ী ৮ ঘণ্টার বেশি কাজ না করার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ।

চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নিষ্পত্তি করা, বিশেষ পদ্ধতিতে রানিং স্টাফদের বেতন-ভাতা প্রদান,  নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে যোগ্যদের পদোন্নতি দেওয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক লোক নিয়োগ বন্ধ করা।

এ সময় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির লাকসাম শাখার সভাপতি মো. মাহাবুব আলম বলেন, আগামী ১৩ জুনের মধ্যে মাইলেজ জটিলতা সম্পর্কিত অর্থ মন্ত্রণালয়ের প্রত্যাহার আদেশ সংশ্লিষ্ট সব বিভাগীয় দপ্তরে পাঠানোসহ পেশ করা দাবিগুলো সুরাহা করতে হবে। অন্যথায় ১৪ জুন থেকে রানিং স্টাফরা কেবল ৮ ঘণ্টা ডিউটি করবেন, অতিরিক্ত ডিউটি করবেন না।

মানববন্ধনে বক্তব্য দেন গার্ড কাউন্সিল লাকসাম শাখার সভাপতি মো. ওমর ফারুক লিটন, সম্পাদক মো. মহিউদ্দিন শোয়েব। এ সময় উপস্থিত ছিলেন সমিতির লাকসাম শাখার সম্পাদক মো. খলিলুর রহমান, মো. আমিনুর রহমান ভূঁইয়া, মো. আহসান হাবিব, নাজমুল করিম ভূঁইয়া, মো. জাকির হোসেন, আব্দুল লতিফ, শেখ মো. ছাইদুল বারী, খোরশেদ আলম, শাহ কামাল, মো. মুহিত, এস এম আরিফুর রহমান, সাহেদুল হক সুমন, মীর হোসেন, এনামুল করিম ভূঁইয়া, মো. আক্তার হোসেন, মো. শাহআলম ডালিম, মো. দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সুজন প্রমুখ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার