হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ সদস্য আটক

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম

আটক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৩ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয় ।

পুলিশ সূত্রে জান গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-০৬৭৫) বাসটিতে তল্লাশি চালানোর সময় তৃতীয় লিঙ্গের ছয়জন নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মহিলা পুলিশ দেহ তল্লাশি করলে তাঁদের কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় পাঁচজনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার পিস এবং অপর একজনের সঙ্গে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলমান রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী