কুমিল্লার হোমনায় তিতাস নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তিতাস নদীর চরের গাঁ এলাকা থেকে মাহবুব হোসেনের (৯) লাশ উদ্ধার করা হয়। মাহবুব নরসিংদীর রায়পুরা উপজেলার বিল্লাল মিয়ার ছেলে।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নদীতে নিখোঁজ অপর শিশুকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে বোনের বাড়ি বেড়াতে এসে গতকাল শনিবার সকালে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ি ঘাট এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে যায় মারিয়া (১১)। তা ছাড়া একই দিন দুপুরে শিশু মাহবুব তিতাস নদীর কান্ধা এলাকার ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয়। সে নরসিংদী থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
শিশু দুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল চেষ্টা করেও গতকাল তাদের উদ্ধার করতে পারেনি। আজ সকালে নদীতে ভেসে উঠলে মাহবুবের লাশ উদ্ধার হয়। তবে মারিয়াকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।