হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারুণ্যের সমাবেশ ঘিরে চট্টগ্রামে উচ্ছ্বাস, পুলিশের বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে চট্টগ্রামে যুবদলের ডাকা ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ কেন্দ্র করে চট্টগ্রামের কাজীর দেউড়ি ও আশপাশের এলাকায় সমবেত হচ্ছে তরুণেরা।  আজ বুধবার তিনটা থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মী জড়ো হয়েছেন।

কাজীর দেউড়ি মোড় সিআরবি মাঠ এবং ওয়াসার জমিয়াতুল ফালাহ ময়দানে যুবদল ও বিএনপির নেতা–কর্মীরা জড়ো হতে দেখা গেছে। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে সমাবেশস্থল।

কাজীর দেউড়ি এবং এর আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে। এই সমাবেশ ঘিরে ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ার কাকারা থেকে সমাবেশে যোগ দিয়েছেন আরিফুল হক। তাঁর হাতের ব্যানারে খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য দাবি-দাওয়া তুলে ধরেছেন তিনি। তাঁর সঙ্গে আসা অন্যান্য কর্মীরাও বিভিন্ন রংবেরঙের ক্যাপ এবং টি-শার্ট পরেছেন।

আরিফুল হক বলেন, রাজপথে নেমেছি। ঘরে আর ফিরব না। এই সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশ ঘিরে ৪০০ পুলিশ মোতায়েন আছে। জনগণের জান মালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে বাড়তি সতর্ক পুলিশ।

এর আগে গতকাল রাতে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের’ অনুমতি বাতিল করে প্রশাসন। তবে পাশেই কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের অনুমতি দেয় নগর পুলিশ।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১