হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

শহরের শিশুপার্কে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ দাস (২২) নামে ওই যুবকের সর্বশেষ ফেসবুক পোস্টে প্রেমে ব্যর্থ হওয়ার স্পষ্ট ইঙ্গিত। তবে অভিভাবকেরা থানায় কোনো অভিযোগ এখনো দেননি। 

আজ শনিবার সকালে রামগঞ্জ থানা পুলিশের এসআই আবু তাহের শহরের শিশুপার্কের ভেতরের একটি আকাশমনি গাছ থেকে শুভ দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শুভ দাস পশ্চিম আঙ্গারপাড়া গ্রামের কর্ণ দাসের ছেলে। 

রামগঞ্জ থানা পুলিশ শুভ দাসের বাবা ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৮টায় শিশুপার্কের পশ্চিম দক্ষিণ পাশের একটি নির্জন স্থানের আকাশমনি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভ দাসকে ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। 

ফেসবুক পোস্ট ও প্রোপ্রাইল পিকচারে ‘ইউজার ডেড’ লেখা সম্বলিত ছবি দেওয়ার কয়েক ঘণ্টা পরই শুভ দাসের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন-

‘মৃত্যু সুখ পাওয়ার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে গেলে মাফ করে দিও আমায়। ২টা বছর তিন মিনিটে ভুলে গেলা তুমি-এমনটা তো হওয়ার কথা ছিলো না। হাজারো স্বপ্ন দেখেছি, হত্যাও করে দিবো সে-ই স্বপ্ন। 

আমার না থাকায় তুমি কাঁদবে, বলবে ভালোবাসো তুমি আমায়। তুমি ভালোবেসেছিলা তো? সবার ভালোবাসা ফেসবুকে ঝর্ণার মতো বইবে, আমার কি লাভ তাতে-আমি তো দেখবো না।’ 

রামগঞ্জ থানার এসআই আবু তাহের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুভ দাসের বাবা এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না করায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের