হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

শহরের শিশুপার্কে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ দাস (২২) নামে ওই যুবকের সর্বশেষ ফেসবুক পোস্টে প্রেমে ব্যর্থ হওয়ার স্পষ্ট ইঙ্গিত। তবে অভিভাবকেরা থানায় কোনো অভিযোগ এখনো দেননি। 

আজ শনিবার সকালে রামগঞ্জ থানা পুলিশের এসআই আবু তাহের শহরের শিশুপার্কের ভেতরের একটি আকাশমনি গাছ থেকে শুভ দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শুভ দাস পশ্চিম আঙ্গারপাড়া গ্রামের কর্ণ দাসের ছেলে। 

রামগঞ্জ থানা পুলিশ শুভ দাসের বাবা ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৮টায় শিশুপার্কের পশ্চিম দক্ষিণ পাশের একটি নির্জন স্থানের আকাশমনি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভ দাসকে ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। 

ফেসবুক পোস্ট ও প্রোপ্রাইল পিকচারে ‘ইউজার ডেড’ লেখা সম্বলিত ছবি দেওয়ার কয়েক ঘণ্টা পরই শুভ দাসের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন-

‘মৃত্যু সুখ পাওয়ার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে গেলে মাফ করে দিও আমায়। ২টা বছর তিন মিনিটে ভুলে গেলা তুমি-এমনটা তো হওয়ার কথা ছিলো না। হাজারো স্বপ্ন দেখেছি, হত্যাও করে দিবো সে-ই স্বপ্ন। 

আমার না থাকায় তুমি কাঁদবে, বলবে ভালোবাসো তুমি আমায়। তুমি ভালোবেসেছিলা তো? সবার ভালোবাসা ফেসবুকে ঝর্ণার মতো বইবে, আমার কি লাভ তাতে-আমি তো দেখবো না।’ 

রামগঞ্জ থানার এসআই আবু তাহের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুভ দাসের বাবা এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না করায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প