হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে লাশ উদ্ধারের এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে নিখোঁজ এক ছাত্রদল নেতার লাশ মিলেছে পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত মীর হোসেন সাদ্দাম (৩২) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুরের মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড-সিমেন্টের দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বৃহস্পতিবার রাত ৯টার পর নিখোঁজ হন।

পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দাম বৃহস্পতিবার রাতে দোকান থেকে বের হয়ে স্ত্রীকে ফোনে জানান, একটি জানাজায় অংশ নিয়ে তিনি বাসায় ফিরবেন। এর কিছুক্ষণ পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পাশের ছয়ানি ইউনিয়নে সাদ্দামের শ্বশুরবাড়ির পাশের সড়কে তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়। এর আগে একই দিন বিকেলে রাজেন্দ্রপুরে নিজবাড়ির পাশে ধানখেতে রক্ত দেখতে পান স্থানীয় লোকজন।

আজ সকালে সাদ্দামের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে সদরের দুর্গানগরে একটি সেপটিক ট্যাংকে পলিথিনে বাঁধা কিছু দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় সাদ্দামের লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, মীর হোসেন সাদ্দামের বাড়ি বেগমগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায়। মৃতদেহ পাওয়া গেছে তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সদর উপজেলায়। কে বা কারা তাঁকে কী কারণে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে কাজ করছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল