হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ছেলে হত্যার দায়ে মাসহ গ্রেপ্তার ৩

রাউজান প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৭ ও রাউজান থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড়দিঘীরপাড় এলাকার লালিয়ার হাটের একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন মো. নাজিম উদ্দিন (৩৩), মো. দিদারুল ইসলাম (৩১), শহীদা বেগম (৬৪)। তাঁরা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের তিতা গাজীর বাড়ির বাসিন্দা এবং নিহত বকুলের মা ও ভাই।

সূত্রমতে, জায়গাজমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামের এক প্রকৌশলীকে তাঁর মা, ভাই, বোন এবং স্বজনেরা মিলে হত্যা করেছিলেন।

এ ঘটনায় আরেক ভাই মো. রাজু আহম্মেদ হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজনই এজাহারভুক্ত আসামি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাউজান থানা-পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে রাউজান থানা হেফাজতে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল আসামিদের গ্রেপ্তারের দাবি এবং আসামি কর্তৃক মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বকুল হত্যা মামলার বাদী মো. রাজু আহম্মেদ।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক