হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাবারে তেলাপোকার জন্য চবির ক্যানটিনে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অপরিচ্ছন্ন পরিবেশ খাবার পরিবেশন, খাবারে তেলাপোকা, নিম্নমানসহ ১২টি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ক্যানটিনে তালা দিয়েছে শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রশাসনের প্রতি সাত দফা দাবি পেশ করে। 

আজ রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের ক্যানটিনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই হলের প্রভোস্টের উপস্থিতিতে এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। 

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যানটিনের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। পঁচা বাসি খাবার পরিবেশন করা হয়। খাবার ঢেকে রাখা হয় না, মাছি ভন ভন করে। শাক-সবজিতে বালু পাওয়া যায়। খাবারের মান খুব খারাপ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়। 

দাবিগুলো হলো খাবারের মান ঠিক রাখা, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, থালাবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের দাম দুই হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা, পঁচা বাসি খাবার না দেওয়া, ফিল্টারের মাধ্যমে খাবার পানি বিশুদ্ধ করা ও খাবার ঢেকে রাখা। 

এফ রহমান হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের জন্য একটি ক্যানটিন রয়েছে। এই ক্যানটিনের খাবারের মান খুব খারাপ। প্রায়ই খাবারে পোকা পাওয়া যায়। ক্যানটিনের পরিবেশ অপরিচ্ছন্ন। এসব দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলের ক্যানটিনে তালা দিয়েছি। 

জানতে চাইলে এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারে পোকা পাওয়াসহ কয়েকটি অভিযোগে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা দিয়েছিল। আমরা ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছি। ক্যানটিন মালিককে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে এ ধরনের অভিযোগ আসলে আমরা ক্যানটিন বরাদ্দ বাতিল করব।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ