হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সীতাকুণ্ডে লাইনচ্যুত ট্রেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কুমিরা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলে বিঘ্ন বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার ৩ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত ট্রেনের চাকা সরিয়ে নেওয়ার পাশাপাশি মালবাহী ট্রেনের বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

কুমিরা রেলওয়ে স্টেশনের মাস্টার আশরাফুল আলম জানান, চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পরপরই তিনি বিষয়টি নিয়ন্ত্রণকক্ষকে অবহিত করেন। পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারচেষ্টার তিন ঘণ্টা পর লাইনচ্যুত বগিটির চাকা ওঠানোর পাশাপাশি আটকে পড়া সবগুলো মালবাহী ট্রেনের বগি নিয়ে যাওয়া হয়। তবে এতে ঢাকা-চট্টগ্রামমুখী রেল চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটনা ঘটেনি।

রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, মালবাহী ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর উভয়মুখী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। লাইনচ্যুতির ঘটনার পর উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিতে কাজ শুরু করে। বেলা সোয়া ৩টায় তারা লাইনচ্যুত বগিটিসহ অন্য বগিগুলো সরিয়ে নেয়।

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার