হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সীতাকুণ্ডে লাইনচ্যুত ট্রেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কুমিরা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলে বিঘ্ন বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার ৩ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত ট্রেনের চাকা সরিয়ে নেওয়ার পাশাপাশি মালবাহী ট্রেনের বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

কুমিরা রেলওয়ে স্টেশনের মাস্টার আশরাফুল আলম জানান, চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পরপরই তিনি বিষয়টি নিয়ন্ত্রণকক্ষকে অবহিত করেন। পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারচেষ্টার তিন ঘণ্টা পর লাইনচ্যুত বগিটির চাকা ওঠানোর পাশাপাশি আটকে পড়া সবগুলো মালবাহী ট্রেনের বগি নিয়ে যাওয়া হয়। তবে এতে ঢাকা-চট্টগ্রামমুখী রেল চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটনা ঘটেনি।

রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, মালবাহী ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর উভয়মুখী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। লাইনচ্যুতির ঘটনার পর উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিতে কাজ শুরু করে। বেলা সোয়া ৩টায় তারা লাইনচ্যুত বগিটিসহ অন্য বগিগুলো সরিয়ে নেয়।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা