হোম > সারা দেশ > চট্টগ্রাম

হল ছাড়বেন না চবির শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেটের ৫৫১ তম সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

আজ বুধবার ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম। 

এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, খালেদা জিয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ করছেন।

দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। 

এ সময় শামসুন নাহার হল প্রভোস্ট এবং চবি প্রক্টর অহিদুল আলমের সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ সময় কথা-কাটাকাটি হয়। এ সময় সাংবাদিকদের উপস্থিতি দেখে ক্ষেপে যান শিক্ষার্থীরা। তাঁরা হল না ছাড়ার সিদ্ধান্তে অটল। 

চবি প্রক্টর অহিদুল আলম বলেন, ‘সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বিরুদ্ধে আমরা কিছু বলতে পারব না। এখন যারা হলে থাকতে চায় তাদের একটা লিস্ট নিয়ে যাচ্ছি। হলে থাকা না থাকা এটা নিয়ে আবার সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হল না ছাড়ার ঘোষণা দিয়ে শামসুন নাহার হলের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, দেশে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি যার কারণে হল ছাড়তে হবে! 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শত শত শিক্ষার্থী। পরিস্থিতি বিবেচনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা