চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে সেটি এখনো শুরু হয়নি। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের সম্মেলনস্থল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আসতে দেখা গেছে। দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলা থেকে যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী প্রমুখ।