হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃষ্টিতে ভিজে সম্মেলনে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে সেটি এখনো শুরু হয়নি। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের সম্মেলনস্থল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আসতে দেখা গেছে। দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলা থেকে যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ নির্দেশনা দিয়েছিলেন, সম্মেলনস্থলে কারও নামে স্লোগান কিংবা কোনো ধরনের পোস্টার ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড আনা যাবে না। এর পরও কিছু কর্মী তাঁদের নেতার নামে প্ল্যাকার্ড নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করতে চাইলে সিনিয়র নেতারা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী প্রমুখ। 

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে