হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃষ্টিতে ভিজে সম্মেলনে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে সেটি এখনো শুরু হয়নি। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের সম্মেলনস্থল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আসতে দেখা গেছে। দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলা থেকে যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ নির্দেশনা দিয়েছিলেন, সম্মেলনস্থলে কারও নামে স্লোগান কিংবা কোনো ধরনের পোস্টার ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড আনা যাবে না। এর পরও কিছু কর্মী তাঁদের নেতার নামে প্ল্যাকার্ড নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করতে চাইলে সিনিয়র নেতারা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী প্রমুখ। 

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক