কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামী স্বপন মিয়ার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।
বিষটি নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌশলী (এপিপি) মো. জাকির হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৮ আগস্ট কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বপন মিয়া তার স্ত্রী ফাতেমা বেগমকে (২৩) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে ওই বছরের ১৯ আগস্ট নিহত ফাতেমার ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা করেন। পরে মামলার সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাব্যস্ত করে আসামি স্বপন মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপন মিয়া (৪২) কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর কৈজুরী এলাকার বাসিন্দা। সে নগরীর শাসনগাছা এলাকায় ভাড়া থাকত।