হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে ত্রিপুরাদের গরইয়া নৃত্যে মুগ্ধ পর্যটকেরা

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসু উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এর বড় আকর্ষণ ছিল ত্রিপুরাদের গরইয়া নৃত্য। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অর্ধশতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। সাজেকের স্টোন গার্ডেনে এই আয়োজন করা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাজেক উপত্যকার চাইল্লাতলী গ্রামের অর্ধশতাধিক ত্রিপুরা তরুণ-তরুণী এই নৃত্যে অংশ নেন। এর মাধ্যমে ত্রিপুরা সমাজব্যবস্থা ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। স্থানীয়দের পাশাপাশি সাজেকে আসা পর্যটকেরাও ঐতিহাসিক এই নৃত্য উপভোগ করেন। তাঁরা মুগ্ধ হন ঐতিহ্যবাহী এই নৃত্য দেখে। এক বছর বন্ধ থাকার পর এবার পুনরায় এই গরইয়া নৃত্য অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রাও খুবই আনন্দিত। 

এ সময় সাজেক ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনিল বিকাশ ত্রিপুরা কারবারি ও সাজেক ইউনিয়নের মেম্বার অনিত্য ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এ বছর মুসলমানদের ঈদ ও পাহাড়ের মানুষের বৈসাবি একসঙ্গে হওয়ায় সাজেকে পাহাড়ি-বাঙালির মিলনমেলার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশের রূপ ফুটে উঠেছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা