হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে ত্রিপুরাদের গরইয়া নৃত্যে মুগ্ধ পর্যটকেরা

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসু উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এর বড় আকর্ষণ ছিল ত্রিপুরাদের গরইয়া নৃত্য। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অর্ধশতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। সাজেকের স্টোন গার্ডেনে এই আয়োজন করা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাজেক উপত্যকার চাইল্লাতলী গ্রামের অর্ধশতাধিক ত্রিপুরা তরুণ-তরুণী এই নৃত্যে অংশ নেন। এর মাধ্যমে ত্রিপুরা সমাজব্যবস্থা ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। স্থানীয়দের পাশাপাশি সাজেকে আসা পর্যটকেরাও ঐতিহাসিক এই নৃত্য উপভোগ করেন। তাঁরা মুগ্ধ হন ঐতিহ্যবাহী এই নৃত্য দেখে। এক বছর বন্ধ থাকার পর এবার পুনরায় এই গরইয়া নৃত্য অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রাও খুবই আনন্দিত। 

এ সময় সাজেক ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনিল বিকাশ ত্রিপুরা কারবারি ও সাজেক ইউনিয়নের মেম্বার অনিত্য ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এ বছর মুসলমানদের ঈদ ও পাহাড়ের মানুষের বৈসাবি একসঙ্গে হওয়ায় সাজেকে পাহাড়ি-বাঙালির মিলনমেলার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশের রূপ ফুটে উঠেছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে