হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে ত্রিপুরাদের গরইয়া নৃত্যে মুগ্ধ পর্যটকেরা

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসু উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এর বড় আকর্ষণ ছিল ত্রিপুরাদের গরইয়া নৃত্য। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অর্ধশতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। সাজেকের স্টোন গার্ডেনে এই আয়োজন করা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাজেক উপত্যকার চাইল্লাতলী গ্রামের অর্ধশতাধিক ত্রিপুরা তরুণ-তরুণী এই নৃত্যে অংশ নেন। এর মাধ্যমে ত্রিপুরা সমাজব্যবস্থা ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। স্থানীয়দের পাশাপাশি সাজেকে আসা পর্যটকেরাও ঐতিহাসিক এই নৃত্য উপভোগ করেন। তাঁরা মুগ্ধ হন ঐতিহ্যবাহী এই নৃত্য দেখে। এক বছর বন্ধ থাকার পর এবার পুনরায় এই গরইয়া নৃত্য অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রাও খুবই আনন্দিত। 

এ সময় সাজেক ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনিল বিকাশ ত্রিপুরা কারবারি ও সাজেক ইউনিয়নের মেম্বার অনিত্য ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এ বছর মুসলমানদের ঈদ ও পাহাড়ের মানুষের বৈসাবি একসঙ্গে হওয়ায় সাজেকে পাহাড়ি-বাঙালির মিলনমেলার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশের রূপ ফুটে উঠেছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল