হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উৎপাদন বেড়েছে রাঙামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে। গতকাল সোমবার (১৪ জুলাই) রাত ১০টায় পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ (সোমবার) রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এই কর্মকর্তা জানান, এর আগে গত বুধবার (৯ জুলাই) রাত ৮টায় এই কেন্দ্রের সব কটি ইউনিট (৫টি) চালু করার পর সর্বমোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাঙামাটির কাপ্তাই লেকে ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। ফলে পানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। তাঁরা আরও জানান, গতকাল রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮ দশমিক ৬৭ ফুট মিনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় লেকে পানি থাকার কথা ৮৬ দশমিক ০৮ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিনস সি লেভেল।

২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে পাঁচটি ইউনিট পানির জন্য এত দিন একসঙ্গে চালু করা সম্ভব হয়নি। চলতি বছরের ২ জুন থেকে এত দিন এই কেন্দ্রের চারটি ইউনিট চালু করা হলেও গত বুধবার রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল পাঁচটি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন