হোম > সারা দেশ > ফেনী

মোটরসাইকেল থেকে পড়ে আরোহীর প্রাণ গেল ট্রাকচাপায়

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সাইফুল ইসলাম (২৩)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহীপাল হাইওয়ে থানার দেবীপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সফিকুর রহমান।

সাইফুলের ফুপাতো ভাই, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক আবুল কাশেম বলেন, ‘নাঙ্গলকোট থেকে সাইফুলসহ সাত বন্ধু কেনাকাটা করার জন্য তিনটি মোটরসাইকেলে করে ফেনীতে আসেন। ফেরার পথে দেবীপুর এলাকায় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। মোটরসাইকেলের চাকা পিছলে সাইফুল রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়।’

স্থানীয় বাসিন্দারা মহিপাল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে সাইফুলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট রিয়াদ হোসেন বলেন, ‘সাইফুল মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। তখন পেছন থেকে একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।’

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুলের পরিবারের সদস্যরা লাশ নিতে এসেছেন। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার