হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিয়নের মাধ্যমে ঘুষ, বেকায়দায় কাস্টমস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।

এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’

তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।

তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে। 

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট