হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ফটকে তালা

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বোর্ড ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ও এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

আজ মঙ্গলবার সকালে নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’—ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করে। পরে তারা বোর্ড ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় প্রকৃত কতজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে, তা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। রাত ৩টায় নোটিশ জারি করে এইচএসসি পরীক্ষা পিছিয়ে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।

প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর বেলা ১টার দিকে শিক্ষার্থীরা বোর্ড ভবনের তালা খুলে দেয়। তালাবদ্ধ অবস্থায় অনেক অভিভাবক ও শিক্ষার্থীকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা মৌখিকভাবে আমাদের কাছে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, দাবিগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।’

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১