হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি

হামলায় আহত তারকেশ্বর দেবনাথ নান্টু। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি-সংলগ্ন সড়কে এই হামলা চালানো হয়। এ সময় সাম্যবাদী আন্দোলনের নোয়াখালী জেলা শাখা কার্যালয় দখলের প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

জেলা বিএনপির সদস্যসচিব হারুন অর রশিদ আজাদের বড় ভাই জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারকেশ্বর ছাড়াও চারজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত অভি চক্রবর্তী জানান, ৩০ এপ্রিল সন্ধ্যায় মাইজদী টাউন হল মোড়ে সমবায় ব্যাংক মার্কেটে সাম্যবাদী আন্দোলনের কার্যালয়ে তালা দেন আবদুল মোতালেব ও তাঁর লোকজন। এর পর থেকে তাঁরা কার্যালয়ে যেতে পারছেন না। এর প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির লোকজন হামলা চালান। তাঁদের লাঠির আঘাতে তারকেশ্বরসহ অন্তত পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নেন। তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করেছেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট