চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২২ মার্চ) রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ,মো: আলী (৪৫) ও ক্যাচিংমং মারমা(২৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে বাসে তল্লাশি চালায়। এসময় ৬ হাজার পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।