হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি

জব্দ ইয়াবা বিক্রির অভিযোগে এবার কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়‍া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর আলম, এসআই সমীর গুহ, কনস্টেবল জাহিদুল ইসলাম রানা, সাইফুল হাসান, মো. রেজাউল করিম খান, মোহাম্মদ ইরফান ও কনস্টেবল (গাড়িচালক) রিয়াজ উদ্দিন।

এর আগে গত সোমবার কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার, ডিবির ওসিসহ আট পুলিশের বিরুদ্ধে জব্দ করা ইয়াবা বিক্রি করার অভিযোগ নিয়ে সোমবার একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

১৭ ফেব্রুয়ারি প্রকাশিত ওই সংবাদে বলা হয়, ৬ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৪ লাখ ৯০ হাজার ইয়াবাসহ একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জব্দ করা হয়। ওই অভিযানে ডিবির ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে একটি দল চারজনকে আটক করেছিল। কিন্তু ইয়াবার বাজারমূল্য হিসাব করে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তিন কারবারিকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়।

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা