হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

আনোয়ারা থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামের এক অটোচালককে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার বরুমচড়া এলাকার শামসুল ইসলামের ছেলে মনছুর আলম ও তাঁর স্বজনেরা ব্যাটারি চুরির সন্দেহে নিজামকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন এবং পায়ের রগ কেটে দেন। গতকাল রোববার (২৭ জুলাই) দিবাগত ভোররাত ৩টার দিকে বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে অটোচালকের ভাই নাজিম উদ্দীন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, আহত ব্যক্তির ভাই নাজিম উদ্দীন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানান, চোর সন্দেহে মারধরের ঘটনায় আহত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি দেখেছেন, ওই যুবকের মাথায় আঘাত লেগেছে ও পায়ের রগ কেটে গেছে।

আহত ব্যক্তির ভাই ও মামলার বাদী নাজিম উদ্দীন বলেন, ‘দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, রোগীর ডান পায়ের রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘর থেকে ডেকে নিয়ে আমার ভাইকে মারধর করা হয়েছে। সকালে গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আমরা।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মাথা ও পায়ের রগ কাটা অবস্থায় এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, থানায় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের