হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্কুলছাত্রকে মারধর, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পূর্বশত্রুতার জেরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাভিত্তিক একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় এই ঘটনা ঘটে।

মো. রাকিব (১৬) নামে হামলার শিকার ওই কিশোর একই থানা এলাকার এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় কয়েকজনকে আসামি করে রাকিবের বাবা বাদী হয়ে মামলা করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, মামলায় হামিদ শিকদার (২৬), মো. সোয়াইব (২২), মো. মুসফিক (২২), মো. সৌরভ (২১), মো. তাহসিন (২১) ও মো. রিফাতসহ (২১) অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা কিছুদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চান্দগাঁও খাজা রোডের বাসা থেকে রাকিব মসজিদে যাচ্ছিল। এ সময় একজন তাকে ডেকে পাশের বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিযুক্তরা রাকিবের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। সেখান থেকে রাকিবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, মামলার আসামি হামিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। এর আগে নগরের চকবাজার ও চান্দগাঁও আবাসিক থেকে র‍্যাবের হাতে ডট গ্যাং নামে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আটক হয়। গ্যাংটি হামিদ সিকদার নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির