হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে নওশাদুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে গত শনিবার (২ জুলাই) সকালে পাহাড়তলীর বাসা থেকে রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। এ ছাড়া চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।

ওই দিন রাতেই মৃতের বাবা বাদী হয়ে নওশাদুল আমিন ও তাঁর মাকে আসামি করে পাহাড়তলী থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। ওই মামলায় পরে নওশাদুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক আছেন কাউন্সিলরের স্ত্রী ও নওশাদুলের মা পলি বেগম। মৃতের পরিবার শুরু থেকে দাবি করছেন, শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে রেহনুমাকে নির্যাতন করতেন।

রেহনুমার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালের ২২ ডিসেম্বর কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫