হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে নওশাদুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে গত শনিবার (২ জুলাই) সকালে পাহাড়তলীর বাসা থেকে রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। এ ছাড়া চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।

ওই দিন রাতেই মৃতের বাবা বাদী হয়ে নওশাদুল আমিন ও তাঁর মাকে আসামি করে পাহাড়তলী থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। ওই মামলায় পরে নওশাদুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক আছেন কাউন্সিলরের স্ত্রী ও নওশাদুলের মা পলি বেগম। মৃতের পরিবার শুরু থেকে দাবি করছেন, শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে রেহনুমাকে নির্যাতন করতেন।

রেহনুমার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালের ২২ ডিসেম্বর কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু