হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না চাঁদপুরের ২ ভাইয়ের

চাঁদপুর প্রতিনিধি

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। পাসপোর্ট অফিস থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাইফুল ইসলাম খান (১৭) ও শাহীন খান (১৯)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই। 

ঘটনাটি ঘটে আজ বুধবার সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের কাছে। 

নিহত সাইফুল ইসলাম খান হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর গ্রামের খান বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে ও শাহীন খান একই বাড়ির নজরুল ইসলাম খানের ছেলে। 

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও শাহীন হাইমচর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। সাইফুল বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ও কাগজপত্র প্রস্তুত করছিল। তাকে সহায়তা করতে চাচাতো ভাই শাহীন খান সঙ্গে যান। 

দুজন বাইকে করে চাঁদপুর পাসপোর্ট অফিসে যান। পরে কাজ শেষ করে বাইকযোগে বাড়ি ফিরছিল। আনুমানিক বেলা ১টার দিকে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহিন খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বাইকার ও আরোহী দুজনে ঘটনাস্থলে খুব দ্রুত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এর মধ্যে সাইফুল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘জানতে পেরেছি, আহত শাহীনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। অভিযোগ না থাকায় পরিবারের কাছে সাইফুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড